যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেই নবজাতকের আইসিইউ

0

নবজাতকেরা জটিল রোগের যথাযথ চিকিৎসা পাচ্ছে না

বিএম আসাদ ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) না থাকার কারণে নবজাতকেরা জটিল রোগের যথাযথ চিকিৎসা পাচ্ছে না। গত বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের উপস্থিতিতে এনআইসিইউ প্রয়োজনীয়তা তুলে ধরেন চিকিৎসকরা।
নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ), একটি নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) যা অসুস্থ বা অকাল নবজাতক শিশুদের বিশেষ যত্নে রাখে। মারাত্মক জটিল নবজাতক শিশুদের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্রের ব্যবহার করে তাদের শ্বাসতন্ত্রকে সচল করা হয়। কিন্তু যশোর ২৫০ শয্যা হাসপাতালে নবজাতক ও শিশুদের চিকিৎসা সেবায় সে সুযোগ নেই। ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেণারেল হাসপাতালের ২৪ শয্যা বিশিষ্ট শিশু ওয়ার্ডে কখনো ১শ আবার কখনো তার চেয়ে বেশি সংখ্যক নবজাতক ও শিশু চিকিৎসাধীন থাকে। শ্বাসতন্ত্রে জটিলতা সৃষ্টি হলে এ সকল শিশুদের উন্নত চিকিৎসার জন্য খুলনা কিংবা ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।
গত বৃস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাক্ষ ডা. মো. আবু জাফর যশোর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় এনআইসিইউ এর প্রয়োজনীয়তার কথা আলোচিত হয় । কিছু না হলেও অনন্তপক্ষে ৩টি ভেন্টিলেটর দেয়া হলে আইসিইউ বিভাগে সংযুক্ত করার মাধ্যম নবজাতক ও শিশুদের এনআইসিইউ সুবিধা দেয়া যেতে পারে বলে উল্লেখ করেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফেরদৌস ওয়াহিদ জাহাঙ্গীর সুমন বলেন, এনআইইউ হলে ভাল হয়। নবজাতক ও শিশুরা উন্নত চিকিৎসা পেতে পারে। তবে এটির জন্য প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও কর্মচারীর প্রয়োজন হয়। যন্ত্রের সাথে চিকিৎসক না থাকলে যন্ত্র কোন কাজে আসবে না।