ঝিকরগাছায় পিয়াল হত্যাকাণ্ডে শামিমসহ দুই জন আটক

0

স্টাফ রিপোর্টার, ১২ নভেম্বর. লোকসমাজ।। যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার সকাল ৯টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল।
সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা জানান, গত ৯ নভেম্বর ঝিকরগাছা বাজারে পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের পিতা কিতাব আলী ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর ছায়া তদন্তকালে ১১ নভেম্বর রাতে খুলনার চুকনগর থেকে শামীম রেজা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী নোয়ালি বাজার থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামে।
ওই কর্মকর্তা আরও জানান, শামীম ঢাকায় এবং মেহেদী মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক দুই জনকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হবে।

তিনি জানান, নিহত পিয়াল হাসান ও হত্যায় অভিযুক্তদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল।