শংকরপুরে যৌথবাহিনীর অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর চোপদার পাড়ায় সোমবার অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ আজিজুর রহমান (২৬) নামে এক যুবককে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে যশোর সেনা ক্যাম্পের একটি টিম শংকরপুর চোপদার পাড়ায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আজিজুর রহমান নামে এক যুবককে আটক করে। এছাড়া তার কাছ থেকে নগদ ১১ হাজার ৮৩০ টাকা, মোবাইল ফোনের ১৪টি সিম, ৩টি মোবাইল ফোনসেট ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। আটক আজিজুর রহমান একই এলাকার তোরাব আলীর ছেলে। তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করেছেন যৌথবাহিনীর সদস্যরা।