ঝিকরগাছায় যানজট নিরসনে পদক্ষেপ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা শহরকে যানজট মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে ঝিকরগাছা পৌর প্রশাসক নাভিদ সারওয়ার যশোর- বেনাপোল মহাসড়কসহ বাজারের বিভিন্ন রাস্তার যানজট নিরসনে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সাথে আলোচনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে ঝিকরগাছা পৌর প্রশাসক ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকদের নিয়ে বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার বলেন, কাউকে তাড়িয়ে দিয়ে নয়, সকলকে বাজারে রেখেই ঝিকরগাছা বাজার যানজটমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেজন্যে সকলকে ছাড় দিতে হবে। দীর্ঘদিনের সমস্য ঝিকরগাছা বাজারের যানজট নিরসনে সবাই মিলে কাজ করতে হবে।