পাইকগাছায় শিবসা নদীর বিরাট অংশ ভূমিদস্যুদের দখলে

0

এইচ এম শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা) ॥ খুলনার পাইকগাছায় ভরাট হওয়া শিবসা নদী খননের কাজ গত ২০ বছরেও শুরু হয়নি। এ সময়ের মধ্যে নদী ভরাটের বিরাট এটি অংশ দখল করে নিয়েছে ভূমিদস্যুরা।
এদিকে পৌরসভায় শহর রক্ষা বাঁধের নামে নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে অনেকেই শ শ বিঘা দখল করে চিংড়ি চাষ করছে। তৈরি করেছে বাড়িঘর ও স্থাপনা। শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া পর্যন্ত শিবসা নদীর ১৫ কিলোমিটারের সম্পূর্ণ ভরাট হয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে গেছে।
শামসুর মাঝি জানান, দেশ স্বাধীনের পর খুলনা থেকে পাইকগাছা বাজারের ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়া করছি। এখন নদী ভরাট হওয়ার কারণে ২০ কিলোমিটার বেশি ঘুরে মালামাল শিববাটী ব্রিজের নিচে নামাতে হয়। ফলে মালামাল পরিবহনে খরচ বাড়ছে। নদী খনন হলে পাইকগাছার ব্যবসা-বাণিজ্য বাড়বে।
পাইকগাছার সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান জানান, শিবসা নদীটি এ অঞ্চলের মানুষের এখন গলার কাঁটা হয়েছে। ভূমিদস্যুরা চর ভরাটি জমি দখল করে নিচ্ছে। অচিরেই নদীটি খনন করা প্রয়োজন।
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, আমরা শিবসা নদী খননের জন্য প্রায় ১৫বছর আন্দোলন করছি। বিগত সকল সংসদ সংসদরা আমাদের খননের জন্য আস্বাস দিয়ে পাইকগাছাবাসীকে আশাহত করেছে। অচিরেই এ নদী খনন করতে না পারলে শিবসা নদী মানচিত্র থেকে মুছে যাবে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, নদী খনন না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধানের কোনো উপায় নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারকে বার বার অবহিত করা হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান,আমি নিজেও দেখেছি শিবসা নদী পলি জমে ভরাট হয়ে গেছে। খনন করা জরুরি। শিবসা নদী খননের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।