ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার ফুরসিন্দ গ্রামে একটি দুইপক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে ফুরসন্দি গ্রামের শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সাথে অপরপক্ষ জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহ বাধে। এ সময় উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয় পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ সময় ২টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।‎

অভিযোগ রয়েছে, ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মন্ডল, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীনুরকে নিজের পক্ষে টেনে নিয়েছেন নেতা শাহাবুর মোল্লা। তারা ফের এলাকায় গোলযোগ সৃষ্টি করছেন।

ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদ বিশ্বাস বলেন, শাহাবুর মোল্লার সাথে আওয়ামী লীগের অনেকেই যোগ দিয়েছেন। এরা সব ৫ আগস্টের পরে দল পাল্টেছেন।

শাহাবুর মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার সমর্থক ফুরসন্দি ইউপি সদস্য ওহাব মোল্লা বলেন, আমি ইউপি মেম্বার। চেয়ারম্যান আওয়ামী লীগ করেন। চেয়ারম্যান কাজেকামে ডাকলে না গিয়ে তো উপায় থাকে না।

‎ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ফুরসন্দি ইউনিয়নের হুদা গ্রামের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাজিক বিরোধের সূত্র ধরে রাজনৈতিক দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।