যবিপ্রবিতে ছাত্ররাজনীতি চলবে না, সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপাচার্য

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, এই ক্যাম্পাসে ছাত্র থাকবে, গবেষণা হবে। কিন্তু কোনো ছাত্ররাজনীতি হবে না। অর্থাৎ ক্যাম্পাস হবে ছাত্ররাজনীতিমুক্ত। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
যশোরের জননন্দিত নেতা মরহুম তরিকুল ইসলামসহ যারা এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন ও উন্নয়নের সারথি হয়েছেন সেসব স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যানুরাগীসহ সবাইকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যাতে রাজনীতি সচেতন হন, সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশিষ্টজনদের আমন্ত্রণ করে শিক্ষার্থীদের নানা বিষয়ে জ্ঞানদান করা হবে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাব, সমিতি, অ্যাসোসিয়েশনগুলো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যবিপ্রবি আইন অনুযায়ী এখানে রাজনীতি করার কোনো সুযোগ নেই।
ড. মজিদ বলেন, যবিপ্রবির ল্যাব সম্প্রসারণ করা হচ্ছে। এখানে ক্যানসার পরীক্ষা কেন্দ্র করা হবে। ড্রাগ রিসার্চ ল্যাব গড়ে তোলা হবে।
মতবিনিময়কালে প্রফেসর ড. শিরিন নিগার, ড. মো. মনিবুর রহমান, ড. মো. কোরবান আলীসহ বিশ্ববিদ্যালয়ের আট ডিন, উপ-রেজিস্ট্রার মো. এমদাদুল হক, প্রফেসর ড. জাফর ইকবাল, সহযোগী অধ্যাপক ড. মো. কালাম হোসেন. ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপাচার্য জানান, আয়তনের দিক দিয়ে যবিপ্রবি ক্যাম্পাস হলো বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে ছোট। দ্রুত একশ’ একর জমি অধিগ্রহণ করে এর পরিধি বাড়ানো হবে। যবিপ্রবিকে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ইন্ডাস্ট্রির যোগসূত্র স্থাপনের জন্য বহুমুখি উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটি বাড়িয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন করার ব্যবস্থাও হচ্ছে।