তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ চলছে ৬দিন ব্যাপী কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার || বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রায়ত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৪ নভেম্বর)। পরিবর্তিত পরিস্থিতে এবার বৃহৎ পরিসরে পালিত হচ্ছে বরেণ্যে এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী। যশোরের সর্বস্তরের মানুষ এবার প্রাণখুলে তাদের প্রিয় নেতার রুহের মাগফেরাত কামনার সুযোগ পাচ্ছেন। গত শনিবার (২ নভেম্বর) থেকে ছয়দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠন।

 

যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, আজ (সোমবার) সকাল ১০টায় কারবালা কবর স্থানে যশোর উন্নয়নের কারিগর খ্যাত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খানি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিল শেষে করা হবে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। এছাড়া যশোরের পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় এবং সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং পাড়া মহল্লায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে। মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার কর্মসূচি রয়েছে। জেলার প্রতিটি উপজেলায় দোয়া মাহফিল, আলোচনা সভা এবং খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে আজ সোমবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) যশোর জেলা শাখা সকালে কবর জিয়ারতের পর বাদ জোহর যশোর-২৫০ শয্যা হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া দুপুরে জেল রোড অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় খাবার বিতরণ ও রাত ৯ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা করবে ড্যাব। অপরদিকে যশোর-২৫০ শয্যা হাসপাতালের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আয়োজনে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৩ টায় টাউন হল মাঠে স্মরণ সভা করবে জেলা বিএনপি। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছড়া বুধবার (৬ নভেম্বর) এবং বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে খাবার বিতরণের কর্মসূচি রয়েছে । সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষ বিশেষ করে তরিকুল ইসলামের ভক্তকূলও অংশ নিচ্ছে বলে জানা গেছে।

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার সকালে (২নভেম্বর) জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পড়ার টেবিল, চেয়ার এবং বিকেলে নগর বিএনপির আয়োজনে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, একই দিন রাতে কাশিমপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া গতকাল বিকেলে আরবপুর ইউনিয়ন ছাত্রদল পুলেরহাট বাজারে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে।