যশোরে অর্ধেক দামে সবজি বিক্রি করে কবিরের প্রতিবাদ

0

স্টাফ রিপোর্টার ॥ ‘হটাও সিন্ডিকেট-বাঁচাও দেশ’ ব্যানারে যশোর শহরের বাজারের চেয়ে অর্ধেক দামে সবজি বিক্রি করছেন কবির উদ্দিন। যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা এ যুবককে শনিবার সকালে দেখা যায় শহরের গরিব শাহ সড়কে কালেক্টরেটের প্রাচীরের গায়ে ব্যানার ঝুলিয়ে সবজি বিক্রি করতে। কিছু সময়ের মধ্যেই ভিড় জমে যায় ফুটপাতের ওই স্থানটি ঘিরে।
কবির উদ্দিন প্রতি কেজি বেগুন বিক্রি করেন ৬০ টাকা, কাঁচা মরিচ ৯৫ টাকা, কাঁচ কলা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০টাকা, পেঁপে ও মুলা ২৫ টাকা এবং পটল ৪৫ টাকা।
বাজারের অর্ধেক দামে সবজি কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতারা। তারা সিন্ডিকেটের কবল থেকে সবজি বাজার মুক্ত করতে এ ধরনের বিক্রয় কেন্দ্র বাড়ানোর কথা বলেন।
যশোর শহরতলীর খোলাডাঙ্গার মুন্সিপাড়ার আসাদুজ্জামান বলেন, রিকশায় করে যাচ্ছিলাম। এখানে সবজি দেখে দাঁড়ালাম। দেখলাম বাজারের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। তাই কিনে নিলাম। তিনি জানান, গত শুক্রবার তিনি বাজারে বেগুন কিনেছেন ১শ টাকা কেজি। বাজারে ৬০টাকার নিচে কোনো সবজি নেই। একই কথা বললেন যশোর শহরের বাসিন্দা আয়েশা খাতুন।
একজন সহকারী শিক্ষক বলেন, গ্রহণযোগ্য উদ্যোগ। আমার কাছে মনে হয় ধারাবাহিকতা থাকলে বাজারের যে সিন্ডিকেট প্রচলিত আছে, কিছুটা হলেও এর ওপর প্রভাব বিস্তার করবে। আমি মনে করি এ ধরনের উদ্যোক্তা আরও সৃষ্টি হোক।
অপরদিকে ক্রেতার সাড়া পেয়ে সন্তুষ্ট বিক্রেতা। বললেন, তিনি প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি কেনার কারণে কম দামে বিক্রি করতে পারছেন। তিনি বলেন, আমরা প্রান্তিক কৃষকের কাছ থেকে নিয়ে আসছি। আমরা চাষিদের কাছ থেকে নিয়ে কমে বিক্রি করতে পারছি। যারা সাধারণ মানুষ তাদের জন্যও সুবিধা। দুই দিক থেকে সুবিধায় আমরা এ কাজটি করছি। আর দ্বিতীয় সিন্ডিকেটটা ভাঙছি। মূলত সিন্ডিকেট ভাঙার জন্য আমরা এ উদ্যোগটা নিয়েছি।
তিনি আরও জানান, এখন বাজারে সিন্ডিকেটের পরিমাণটা বেড়ে গেছে। আমাদের দেশের মানুষ বিভিন্ন পণ্য ক্রয় করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আমার একটা ই-কমার্স সাইট খুলতে চাই। এর মাধ্যমে ক্রেতার কাছে সঠিক দামে সবজি পৌঁছে দিতে চাই।