যশোরের শীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটন কারামুক্ত

0
আনিসুর রহমান লিটন -ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ আদালতে আত্মসমর্পণের প্রায় দুই মাস পর ২ মামলায় জামিন পাওয়ায় গতকাল সোমবার যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সন্ত্রাসে অভিযুক্ত আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন। দুপুর আড়াইটার দিকে কারাগার থেকে বেরিয়ে অত্যন্ত গোপনে একটি গাড়িতে ওঠেন। প্রায় দুই দশক ধরে বিদেশে পলাতক আনিসুর রহমান লিটন গত ৪ সেপ্টেম্বর ১০ বছরের সাজাপ্রাপ্ত একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। তিনি শহরের বারান্দী মোল্লাপাড়ার বদর উদ্দিনের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরিফুল আলম জানান, আনিসুর রহমান লিটন কারাগারে দুইটি মামলায় আটক ছিলেন। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং অপর একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে বিচারাধীন মামলায় তিনি ১ মাস আগে আদালত থেকে জামিন পান। সর্বশেষ গত ২৭ অক্টোবর সাজার মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এ সংক্রান্ত কাগজপত্র তারা পেয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা ডিবি পুলিশ এবং কোতয়ালি থানায় তারা খোঁজ নিয়েছেন। কিন্তু কোনো মামলা না থাকায় দুই মামলায় আদালত থেকে জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, অস্ত্র আইনের মামলায় গত ২৭ অক্টোবর উচ্চ আদালত থেকে জামিন পান আনিসুর রহমান লিটন।

উল্লেখ্য, লিটন প্রায় দুই দশক ধরে বিদেশে পলাতক ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গোপনে দেশে ফিরে আসেন। এরপর অত্যন্ত গোপনে গত ৪ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতে অস্ত্র আইনের সাজার মামলায় আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ১৯১৯ সালের ১৩ জুন তার বিরুদ্ধে থানায় ওই অস্ত্র মামলা হয়েছিলো। বিদেশে পলাতক থাকা অবস্থায় ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি আদালত তাকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের কারাদন্ড প্রদান করেন।