মাদক মামলায় বেনাপোলের ব্যবসায়ী সুইটের যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ হেরোইনের একটি মামলায় বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান সুইটকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক মো. তসলিম আরিফ এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মনিরুজ্জামান সুইট বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. মো. আসাদুজ্জামান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকাল ৮ টার দিকে এসআই এহসানুল হক গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বেলতলা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে মনিরুজ্জামান সুইট নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে প্যান্টের পকেট থেকে ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
ওই মামলায় আসামি মনিরুজ্জামান সুইটের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি মনিরুজ্জামান সুইট আদালতে উপস্থিত ছিলেন।