বাংলাদেশ ক্রিকেটের নতুন কোচ “ফিল সিমন্স”

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দিয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্যারিবীয় অলরাউন্ডার ফিল সিমন্স। তবে, এই নিয়োগটি দীর্ঘমেয়াদি নয়। বিসিবি সিমন্সকে অন্তর্বর্তী সময়ের জন্য নিয়োগ দিয়েছে, যার মেয়াদ থাকবে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।

ফিল সিমন্সের খেলোয়াড়ি জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং প্রথম শ্রেণির ক্রিকেটে তার মোট রান ১১ হাজারেরও বেশি। তার কোচিং ক্যারিয়ারও দীর্ঘ ও সফল। ২০০১-২০০২ সালে ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট বোর্ডের অধীনে তার কোচিং ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি জিম্বাবুয়ে জাতীয় দলের দায়িত্বও পালন করেন। ২০০৬ সালে জিম্বাবুয়ে থেকে বিদায় নেয়ার পর সিমন্সের সেরা সময় শুরু হয় ২০০৭ সালে, যখন তিনি ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেন। তার হাত ধরেই আইরিশ ক্রিকেটে পরিবর্তন আসে এবং সাফল্য আসতে থাকে, যার মধ্যে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে চমক দেয়ার ঘটনা উল্লেখযোগ্য। আয়ারল্যান্ডের কোচ হিসেবে তিনি মোট ২২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলান, যা কোনো আন্তর্জাতিক কোচের জন্য টানা সবচেয়ে বেশি দায়িত্ব পালনের রেকর্ড।

২০১৫ সালে আইরিশদের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর সিমন্স ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হন এবং তার নেতৃত্বেই ২০১৬ সালে ক্যারিবীয়রা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতে। পরবর্তীতে ২০১৮ সালে আফগানিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন, তবে এক বছর পর ফের ওয়েস্ট ইন্ডিজে ফিরে আসেন। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব পালন করেন এবং এরপর ফ্রাঞ্চাইজি লিগগুলোতে কোচিংয়ে মনোনিবেশ করেন। পিএসএল, সিপিএলসহ বিভিন্ন দেশের লিগে তার কোচিং কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। (সূত্র্র:ভোরের কাগজ)