খোলাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত ২

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় দু’যুবক আহত হয়েছেন। আহতদের ভেতর একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। গত শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, খোলাডাঙ্গা গ্রামের জাফর ব্যাপারীর পুত্র জসীম (৩০) ও নূর আলী ব্যাপারীর পুত্র রাশেদ (৩৫)। আহত জসীম জানিয়েছেন, তিনি গরুর ব্যবসা করেন। একই এলাকার জিহাদ ও মিঠু তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা বাবদ টাকা না দেয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আহতরা জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে খোলাডাঙ্গা পুকুরকান্দা বাজারে একটি চায়ের দোকানের সামনে তারা বসেছিলেন। এ সময় জিহাদ মিঠু ও আব্বাসসহ ৬ জন তাদের দু’জনকে বাঁশ দিয়ে বেদম প্রহার করে এবং জসীমের মাথায় ছুরিকাঘাত করে। রাত সাড়ে ১০টায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।