নড়াইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠিত

0

 

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল জেলা জাতীয় পার্টির (বিদিশা এরশাদ) ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক মো. বদরুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসান চঞ্চল ও যুগ্ম আহবায়ক হয়েছেন মুহাম্মদ সাদেকুর রহমান।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ সম্প্রতি এ আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জহির আহমেদ ফকির, কনক মাষ্টার, যুগ্ম সদস্য সচিব ভিক্টর ঘোষ, সমন্বয়কারী আনারুল হক, মুক্তিযোদ্ধা সদস্য ইকলাচুর রহমান, সদস্য ক্যাপ্টেন (অব:) আব্দুল্লাহ হুসাইন, আব্দুল ওয়াদুদ শিকদার প্রমুখ।