চৌগাছায় বন্ধ হচ্ছে না বালি তোলা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় সমতল ভূমি থেকে শুরু করে বিল বাঁওড় হতে অবৈধভাবে বালি উত্তোলন কোনভাবেই থামছে না। অবৈধ এই কাজের সাথে যারা জড়িত তারা বিভিন্ন সরকারের শাসনামলে রঙ পরিবর্তন করে রমরমা ব্যবসা করে যাচ্ছেন অভিযোগ এলাকাবাসীর। এদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে ওইসব এলাকা এক সময় ধসে পড়বে।
চৌগাছা- কোটচাঁদপুর সড়কে পাতিবিলা বাজারের অদূরে সড়কের দুই পাশে নজর গেলে দেখা মিলবে বিশাল বিশাল জলাকারের। এক সময় ওইসব স্থান ছিল সমতল ভূমি। কিন্তু বালি তোলার কারণে সেখানে এখন সৃষ্টি হয়েছে জলাকার। বালি উঠানোর কারণে গর্তের সৃষ্টি হয়। আর ওই গর্তে পাশের সমতল জমি ধসে পড়ে জলাকারের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ওই এলাকা ঘুরে দেখা গেছে, সরকার পরিবর্তনের পরে অবৈধ কাজের সাথে জড়িতরা অনেকটাই আত্মগোপনে চলে যায়। কিছুদিন পরে বেশ কয়েকজন ব্যক্তি কৌশল পরিবর্তন করে রমরমাভাবে ব্যবসা শুরু করেছেন। এ সময় দেখা যায়, বালি তোলার কারণে প্রায় ৩০ বিঘা সমতল ভূমি জলাকার হয়ে গেছে।
জলাকারের মালিক স্থানীয় বাসিন্দা বিশারত হোসেন বলেন, বিগত ১৫ বছরে তিনি আওয়ামী লীগের লোকজনের কারণে বালি তুলতে পারেননি। এখন তারা এলাকায় নেই। আমি অনেক ক্ষতিগ্রস্ত। তাই বলি তুলতে শুরু করেছি। বালি উঠানোর কারণে আশপাশের ফসলি জমি, সড়ক এমনকি বসতবাড়ি হুমকির মুখে পড়ছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, এরআগে যারা তুলেছে তাদের কাছে প্রশ্ন করলে ভালো হবে। তবে এলাকাবাসী বলেন, বিশারত হোসেন যুগযুগ ধরে এই ব্যবসা সাথে জড়িত।
স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী, হোসেন আলী, আলা সরদার, আশাদুল ইসলা, শহিদুল ইসলাম বলেন, কতিপয় ব্যক্তি তাদের স্বার্থে যুগযুগ ধরে অবৈধভাবে বালি তুলে এলাকা চরম হুমকির মুখে ফেলেছে।
পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, অবৈধভাবে বালি তোলার কারণে এলাকা এখন হুমকির মুখে।