টিসিবি কার্ড জালিয়াতির অভিযোগে মনিরামপুরের সাবেক মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ টিসিবি কার্ড জালিয়াতির অভিযোগে মনিরামপুর পৌরসভার সাবেক মেয়র কাজী মাহমুদুল হাসানসহ ৩ জনের বিরুদ্ধে বুধবার আমলী আদালতে মামলা হয়েছে। যশোরের মনিরামপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামি হলেন, মনিরামপুর পৌরসভার সচিব কামাল হোসেন ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবু লাল চৌধুরী।
মামলা সূত্রে জানা গেছে, টিসিবি পণ্য উত্তোলনের জন্য পৌর এলাকার অসচ্ছল ব্যক্তিদেরকে পৌরসভার পক্ষ থেকে কার্ড দেওয়া হয়। কার্ডে গ্রাহকের নাম, এনআইডি নম্বর ও ফোন নম্বর দেয়া থাকে। মনিরামপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান একজন সচ্ছল ব্যক্তি হওয়া সত্বেও আসমিরা সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে তার এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে একটি টিসিবি’র কার্ড তৈরি করেন। ওই কার্ড ব্যবহার করে আসামিরা টিসিবি পণ্য উত্তোলন করেছেন। বিষয়টি আসাদুজ্জামান জানতে পেরে গত ৭ জুলাই পৌরসভায় গিয়ে অভিযোগ করেন। এ সময় আসামিরা তাকে হুমকি ধামাকি দিলে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর তিনি চেষ্টা চালিয়ে তার নামের কার্ডটি সংগ্রহ করে বুধবার আদালতে মামলা করেছেন।