লোহাগড়ায় তালিকাভুক্ত ‘টাউন ক্লাবের’ অস্তিত্ব আছে অফিস ও কর্মকান্ড নেই

0

শিমুল হাসান, লোহাগড়া(নড়াইল) ॥ লোহাগড়া উপজেলায় নাম সর্বস্ব ‘লোহাগড়া টাউন ক্লাব’ নামে একটি ক্লাবের সন্ধান পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, বছরের পর বছর ওই ক্লাবটির নামে জেলা ক্রীড়া সংস্থার অর্থ বরাদ্দ হলেও ক্লাবের কথিত কর্মকর্তা নিজেই তা আত্মসাৎ করেছেন। লোহাগড়া উপজেলার ক্রীড়াঙ্গনে ওই ক্লাবটির কোনো কর্মকান্ড নেই, সাইনবোর্ড পর্যন্ত বাস্তবে নাই, তবে কাগজ-কলমে রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার একটি রেজিস্টার্ড ক্লাব হলো লোহাগড়া টাউন ক্লাব। এই ক্লাবের নামে জেলা ক্রীড়া সংস্থার অনেক বরাদ্দ আসতো। যা আত্মসাৎ করেছেন ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমান। এ ক্লাব লোহাগড়ার ক্রীড়াঙ্গনে কোনো ভূমিকা রাখেনি।
নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান জানান, লোহাগড়া টাউন ক্লাব নামে একটি ক্লাবের নাম বহুবার শুনেছি। ওই ক্লাবটি জেলা ক্রীড়া সংস্থার তালিকাভূক্ত ক্লাব। কোনদিন কোনো কার্যক্রম চোখে পড়েনি। তিনি আরও জানান, কাগজ কলমে লেখা আছে ‘লোহাগড়া টাউন ক্লাব’। ঠিকানা দেওয়া আছে লক্ষ্মীপাশা, লোহাগড়া। লক্ষ্মীপাশা এলাকায় ক্রীড়া সংশ্লিষ্ট ও নানা শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, কেউ কোনদিন লক্ষ্মীপাশা এলাকায় ‘লোহাগড়া টাউন ক্লাব’। নামে কোনো ক্লাবের অফিস বা সাইনবোর্ড দেখেনি। লোহাগড়া বাজার বা আশপাশের এলাকাতেও এই নামে কোনো ক্লাবের অস্তিত্ব নেই।
লোহাগড়া কলেজ পাড়ার বাসিন্দা ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমান বলেন, লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে লোহাগড়া টাউন ক্লাবের অফিস ও সাইনবোর্ড ছিলো। দীর্ঘদিন ধরেই অফিস বা সাইনবোর্ড কোনটিই নেই। ১৯৮৬ সালের রেজিস্ট্রেশনপ্রাপ্ত ক্লাব এটি। আমি এ ক্লাবের নামে কোনো বরাদ্দ পাইনি। অভিযোগ সঠিক নয়।