পাইকগাছায় তিন শিশুকে ফেলে নিরুদ্দেশ মা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ আম্মু তুমি যেখানে থাক ফিরে আসো। আমরা খুব কষ্টে আছি। কেঁদে কেঁদে এমন আকুতি এক শিশুকন্যার। তার মা তাকে ফেলে নিরুদ্দেশ হয়েছে। এ ব্যাপারে থানায় ডায়েরি করা হয়েছে বুধবার।
স্থানীয়রা জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদী প্রবাসী তার স্ত্রী, ২ শিশুকন্যা ও এক ছেলে রেখে প্রবাসে রয়েছেন। বছর খানেক আগে প্রবাসীর স্ত্রীর সাথে পরিচয় হয় আশাশুনি উপজেলার বড়দল গ্রামের শওকত গাজীর ছেলে মোতাহার রহমান মিন্টুর (৪০)। তিনি চাঁদখালী বাজারের কাপড় ব্যবসায়ী ।
তাকে ছেড়ে মা চলে যাওয়ায় প্রবাসীর তৃতীয় শ্রেণিতে পড়য়া শিশুকন্যা ফাহমিদা খানম শুধুই কাঁদছে। তার এইচএসসি পড়ুয়া মেয়ে বলে, আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি। আব্বু বিদেশে এ খবর শুনে অসুস্থ হয়ে পড়েছে। আমি থানায় অভিযোগ করেছি। তাতে কিছুই হচ্ছেনা।
অপরদিকে মিন্টুর স্ত্রী বলেন, আমার ১০ বছরের একটি মেয়ে ও ৪ বছরের ছেলে রেখে পরকীয়া করে স্বামী এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এরপর থেকে তার সাথে কোন যোগাযোগ করতে পারছিনা।
এ ব্যাপারে পাইকগাছা থানার উপপুলিশ পরিদশর্ক শ্যামা প্রসাদ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু তাদের কোন সন্ধ্যান না পাওয়ায় কিছু করতে পারিনি।