খুলনায় নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার, আটক ২

0

খুলনা ব্যুরো॥ তিন দিন নিখোঁজ থাকার পর খুলনার দিঘলিয়ার এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাকিব শেখ নামের ওই যুবককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ফুলতলা হাউজিং এস্টেট এলাকার একটি কাশবন থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করে দিঘলিয়া ও থানজাহান আলী থানা পুলিশ।
।নিহত সাকিব দিঘলিয়ার হাজীগ্রামের কামাল শেখের ছেলে।এ ঘটনায় জনি শেখ ও আসাদুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তারা দিঘলিয়া উপজেলার বাসিন্দা।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) টোকনউজ্জামান বলেন, ৫ সেপ্টেম্বর সাকিব তার ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে দিঘলিয়ায় থানায় সাধারণ ডায়েরি করে । সোমবার বিকেলে ফুলতলা হাউজিং এস্টেট এলাকার একটি কাশবন থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি সাকিবের বলে শনাক্ত করে। তিনি আরো জানান, লাশের গলায় গামছা পেচানো ছিল। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে । পরিবারের সদস্য ও এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।