দিঘলিয়ায় মসজিদের ক্যাশিয়ার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

0

খুলনা ব্যুরো ॥ খুলনার দিঘলিয়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ নেতা চৌধুরী ওয়াদুদ উপজেলার লাখোহাটি বায়তুল আকসা জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান মসজিদ কমিটির ক্যাশিয়ার চৌধুরী ওয়াদুদ। মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে রোববার লিখিত অভিযোগ দিয়েছেন বর্তমান মসজিদ কমিটির সভাপতি সুলতান চৌধুরী।
লিখিত অভিযোগে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেীধুরী ওয়াদুদ ক্ষমতার দাপটে দীর্ঘ ১৩ বছর একটানা ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। এলাকার মুসল্লিরা গত ১৩ বছর মসজিদের উন্নয়ন ও যাবতীয় টাকার হিসাব চাইলে তিনি তাদের ভয়ভীতি দেখাতেন। কিছুদিন আগে স্থানীয় মুসল্লিদের চাপে পড়ে কোনরকম ১ লাখ ৯২ হাজার টাকার হিসাব দিয়ে তিনি গা-ঢাকা দেন।
অভিযোগ রয়েছে, উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় তিনি যা খুশি তাই করেছেন। ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ১৩ বছর মসজিদ কমিটির ক্যাশিয়ারের দায়িত্ব থাকাকালীন সরকারি প্রকল্প, ওয়াজ মাহফিল, ব্যক্তি অনুদানসহ বিভিন্ন খাতের আয় থেকে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। যা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে অভিযোগে উল্লেখ করেছেন বর্তমান সভাপতি সুলতান চেীধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এ প্রতিবেদককে বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।