বিশ্বনবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ

0

 

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)- কে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি ও বিষয়টি নিয়ে ভারতের বিজেপি নেতা বিধায়ক নিতিশরান সমর্থন করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সর্বস্তরের জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহে সমবেত হন।
এরপর ওলামায়েকেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঈদগাহ থেকে বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা ঢাকা পরিবহন কাউন্টার সংলগ্ন নিউ মার্কেটে এসে শেষ হয়। এ সময় নিউ মার্কেট চত্বরে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নড়াইল জেলা ওলামা ও আইন্মা পরিষদের সভাপতি তাজুল ইসলাম, লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাও. হাদিউজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান, নড়াইল জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্দুল হান্নান প্রমুখ।