কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভায় ৪ নির্দেশনা

0

স্টাফ রিপোর্টার ॥ কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভায় ৪ নির্দেশনা দেওয়া হয়েছে। রজত জয়ন্তী পালনে ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্ব প্রদান, সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন, উন্নত গ্রাহকসেবা নিশ্চিত ও বেকার যুবদের কর্মসংস্থানে কর্মসংস্থান ব্যাংক প্রতিশ্রæতিবদ্ধ-একথা সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেওয়া হয়।

গতকাল শনিবার সকালে যশোর জয়তী সোসাইটি কনফারেন্স রুমে ব্যাংকের খুলনা, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের এ ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম মিঞা এবং ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মোমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তাসহ চারটি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।