মহেশপুরে ধুড় পাচারকারীদের হামলায় দুজন আহত,আটক ৪

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে সোহাগ ও শাহিন নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে ধুড় পাচারকারীরা। গত শুক্রবার রাতে উপজেলার কাজীরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সোহাগ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে। চারজন ধুড় বিজিবির হাতে আটক হওয়ার পর বিজিবির সোর্স সন্দেহে পাচারকারীরা তাদের কুপিয়ে জখম করে বলে জানা গেছে। মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মহেশপুরের পলিয়ানপুর বিওপির সদস্যরা ভারতে পাচারের সময় মাগুরার শ্রীপুর উপজেলার কুরুনদি গ্রামের প্রতিক সরকার, জয় বিশ^াস, সিলেটের শ্রীমঙ্গল উপজেলার বাদিয়ালিশ গ্রামের মাসুমা আক্তার হ্যাপী ও সিলেটের মাধরপুর উপজেলার গোপালপুর গ্রামের হালিমা খাতুন নামে ৪ জনকে বিজিবি আটক করে।
এ সময় সীমান্তের কাছেই একটি খালে মাছ ধরছিলেন কাজীরবেড় গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহাগ (৩০) ও সাহাবুউদ্দিনের ছেলে শাহিন (২৮)। পাচারকারীদের সন্দেহ এরাই বিজিবি দিয়ে চার ধুড়কে ধরিয়ে দিয়েছে। বিজিবি ঘটনাস্থল ত্যাগ করলে বাঘাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে মোবারক ও মোমিনের ছেলে মানিকসহ ৩/৪ জন পাচারকারী ধারালো অস্ত্র দিয়ে সোহাগ ও শাহিনকে খাল পাড়েই কুপিয়ে জখম করে। খবর পেয়ে নিকটস্থ পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মহেশপুর থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে আহত সোহাগকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।
এবিষয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল শনিবার জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদ পেয়ে কাজীরবেড় গ্রামের ব্রিজ এলাকা থেকে চারজন ধুড়কে আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।