যশোরে ভ্যানচোর রবিউলের আস্তানায় অভিযান,আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ভ্যানচোর রবিউল গাজীর আস্তায় অভিযান চালিয়ে তার ভাই সহযোগী বিল্লাল গাজীকে (৩৮) আটক করেছে পুলিশ। এ সময় চোরাই ভ্যানের মালামাল এবং ভ্যান খোলার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ডাকাতিয়া মাঠপাড়ায় এই অভিযান পরিচালনা করে পুলিশ। তবে রবিউল গাজীকে পুলিশ আটক করতে পারেনি।
পুলিশ জানায়, গোপন সূত্রে তারা সংবাদ পায় ডাকাতিয়া গ্রামের মাঠপাড়ায় জামাল গাজীর ছেলে রবিউল গাজীর আস্তানায় চোরাই ভ্যানের মালামাল কেনাবেচা হচ্ছে।খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশের এসআই মিজানুর রহমান ও এসআই কাজী আবু জুবাইর সেখানে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর রবিউল গাজী কৌশলে সেখান থেকে পালিয়ে যান। তবে সেখানে উপস্থিত তার ভাই সহযোগী বিল্লাল গাজীকে আটক করা হয়। পরে সেখান থেকে ব্যাটারিচালিত চোরাই ভ্যানের ১টি ফ্রেম, ১টি বডি এবং ভ্যান খোলার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এ ঘটনায় আটক বিল্লাল গাজী ও পলাতক রবিউল গাজীকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন এসআই মিজানুর রহমান।