ফকিরহাটে ঘের কর্মচারীর মৃত্যু

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা॥ ফকিরহাট উপজেলায় নরোত্তম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও ঘের মালিক জানান, মোংলা উপজেলার বুড়ির ডাঙ্গা গ্রামের নিরূপেন বিশ্বাসের ছেলে নরোত্তম বিশ্বাস তিন মাস আগে কেন্দুয়ার বিলে লক্ষণ বর্মনের মাছের ঘেরে পাহারাদারের কাজ নেন। ঘেরের টোঙ ঘরেই তিনি বসবাস করতেন। শুক্রবার সকাল ৭টার দিকে নৌকা নিয়ে মাছের খাবার দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে নৌকার ভেতর পড়ে যান। এ সময় পাশের ঘেরের লোকজন দেখতে পেয়ে তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। ডা. শিমুল হাসান বলেন, হাসপাতালে পৌঁছানের আগেই নরোত্তম মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি হৃদরোগে মারা গেছেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ফকিরহাট থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম বলেন, মৃত নরোত্তম বিশ্বাসের বাড়ি মোংলায়। মারা গেছেন কেন্দুয়ার বিলে যা পাশের মোল্লাহাট থানাধীন। কিন্তু নিয়ে আসা হয় ফকিরহাট হাসপাতালে। এজন্যে আমরা ময়না তদন্তের জন্যে মরদেহ বাগেরহাট মর্গে পাঠাচ্ছি। ঘের মালিককে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা করার পরামর্শ দিয়েছি। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।