খানাখন্দে ভরা বাগআঁচড়া-নাভারণ সড়কে বৃষ্টিতে ভোগান্তি

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ।। নাভারন- সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার  থেকে বেলতলা আমবাজার পর্যন্ত সড়কের অবস্থা বড়ই নাজুক।

শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া উপজেলাসহ তিন উপজেলার মানুষের জন্যে সাতমাইল বাজার  একটি বড় মোকাম। বাগআঁচড়া বাজারের জিরো পয়েন্ট মোড় এলাকায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের ওপর হাঁটু পানি জমে। ফলে বাজার করতে আসা মানুষ ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েন।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্যাবসায়ী ও বাজার করতে আসা মানুষের পাশাপাশি  চরম দুর্ভোগে  পোহাতে হচ্ছে  স্কুল- কলেজের ছাত্র- ছাত্রীদের।

অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করায় সড়কের অনেকস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

সাতক্ষীরা থেকে যশোর জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক এটি। এমনকি যশোরের শার্শা ও সাতক্ষীরা সীমান্ত এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়কটি।

বাগআঁচড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তিশা খাতুন জানান, রাস্তার দূরবস্থার কারণে আমাদের সমস্যায় পড়তে হয়।

শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক জানান,বিষয়টি আমার জানা ছিলনা। এ উপজেলায় আমি নতুন।