ঝিকরগাছা ও শার্শায় বিআরডিবির প্রশিক্ষণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিরি) উদ্যোগে ঝিকরগাছায় রাজস্ব বাজেটের আওতায় দক্ষতা উন্নয়নে দুই দিনের ও শার্শায় দুগ্ধজাত গাভী পালনে আয়বর্ধণমূলক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার বিআরডিবি পল্লী জীবিকায়ন প্রকল্পের (পজীপ) আয়োজনে-তৃতীয় পর্যায়ে শার্শা অফিসের হলরুমে দুগ্ধজাত গাভী পালনে আয়বর্ধণমূলক ও ঝিকরগাছায় রাজস্ব বাজেটের আওতায় দক্ষতা উন্নয়নে স্ব’স্ব অফিসের হলরুমে পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন, বিআরডিবি যশোরের উপ-পরিচালক বি এম কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা বিআরডিবি কর্মকর্তা এস এম শাখির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা বিআরডিবি (পজীপ) ও নাভারণ ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিছুর রহমান, শার্শা উপজেলা বিআরডিবি (পজীপ) কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।