আগাম শিম চাষে লাভবান চৌগাছার কৃষক

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় প্রতি বছরই আগাম জাতের শিম চাষ বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলক খরচ বেশি হলেও দাম ভালো পাওয়ায় কৃষক বেশ লাভবান হচ্ছেন। তবে এ বছর দুদফা একটানা বৃষ্টিতে এই ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
এগারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে চৌগাছা উপজেলা গঠিত। জনশ্রুতি আছে এ জনপদের প্রতি ইঞ্চি মাটি সব ধরনের ফসল উৎপাদনের জন্যে বরাবরই বিখ্যাত। এমন এক সময় ছিল যখন কৃষক বছরে শুধু দুইটি ফসল উৎপাদন করতেন। কিন্তু সময়ের সাথে পাল্টে গেছে প্রেক্ষাপট। বর্তমানে একই জমিতে কৃষক তার বুদ্ধিমত্তায় একাধিক ফসল উৎপাদন করে যেমন লাভবান হচ্ছেন তেমন অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে।
চৌগাছা অঞ্চলে এক সময় শুধু শীত মৌসুমে শিম চাষ হয়েছে। কিন্তু এখন তা গ্রীষ্মেও হচ্ছে। প্রায় একদশক ধরে কৃষক আগাম শিম চাষ করে সাফল্য পেয়েছেন। বিগত বছরের মত এবারও চৌগাছার অধিকাংশ এলাকার মাঠে আগাম শিম চাষ দেখা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম ইপসা ১ ও ২ জাতের শিম। ফুলসারা, পাতিবিলা, নারায়নপুর ও স্বরুপদাহ ইউনিয়নে আগাম জাতের শিম চাষ বেশি হয়েছে। অন্যান্য ইউনিয়নগুলোতেও বিচ্ছিন্নভাবে এর চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, গ্রীষ্মকালীন শিম চাষে চৌগাছার কৃষক ব্যাপক সাফল্য পেয়েছেন। তার কারণে প্রতি বছরই চাষ বৃদ্ধি পাচ্ছে।