দখলমুক্ত হয়নি কালীগঞ্জ শহরের ফুটপাত ও রাস্তা,জনদুর্ভোগ চরমে

0

শিপলু জামান,কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ পৌরসভায় ফুটপাত ও রাস্তা এখনও দখল করে রেখেছে হকাররা। আইনশৃঙ্খলা কমিটির সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। ফলে জনদুর্ভোগ বেড়ে চলেছে।
সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড থেকে শহরের কালিবাড়ি মোড়, থানা রোড, নলডাঙ্গা রোড ও হাসপাতাল রোডের দু পাশ হকারদের দখলে রয়েছে । অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার ওপরে তিন স্তরের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করায় সাধারণ মানুষের চলাচল ও যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে।
কালীগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতি এবং সাধারণ জনগণ উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করতে পারেনি। সর্বশেষ গত ২৮ আগস্ট উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন ঘটেনি।
কালীগঞ্জ পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রিছিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের সাথে আমি এ ব্যাপারে কথা বলব। জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।