শ্যামনগরে কৈখালী আ.লীগ সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম. রেজাউল করিমসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। গতকাল বুধবার ভুক্তভোগী নারী শ্যামনগর থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাত ৮টার দিকে কৈখালী ইউনিয়নের মানিকখালী গ্রামে মৃত আবুল কালামের পরিত্যক্ত বাড়িতে রেজাউল করিমের নেতৃত্বে সহযোগীরা ওই নারীকে ধর্ষণ করেন।
মামলার অন্য আসামিরা হলেন কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত ছাকাত মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লা, হেতালখালী গ্রামের আবুল মিস্ত্রীর ছেলে তাহের গাজী, মেন্দিনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে বাবলুর রহমান ও শ্রীফলকাটি গ্রামের আব্দুল সরদারের ছেলে ফিরোজ সরদার।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।