যবিপ্রতিতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী কঙ্কনের বিচারের দাবিতে বিক্ষোভ

0

যবিপ্রবি সংবাদদাতা॥ ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী কঙ্কন বিশ্বাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭- ১৮ সেশনের শিক্ষার্থী ও সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ শুরু হয় ও প্রশাসবিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর উপযুক্ত শাস্তি চেয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মকে নিয়ে অগ্রহণযোগ্য, অশ্লীল কথাবার্তা বলায় বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭- ১৮ সেশনের শিক্ষার্থী কঙ্কন বিশ্বাসের শাস্তির আওতায় আনা জরুরি। এই ধরনের ধর্মীয় উস্কানিদাতা ও অশ্লীল কটূক্তিকারীর স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিতর্কিত মন্তব্য আমাদেরকে ব্যথিত করে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা তাকে নিরাপদ মনে করি না।
এ দিকে কংকন বিশ্বাসের বিরুদ্ধে গত ২৫ আগস্ট ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক কমেন্টের অভিযোগের প্রেক্ষিতে যবিপ্রবি সাধারণ সনাতনী শিক্ষার্থীরা তাকে সকল কার্যক্রম থেকে বহিষ্কার করেছেন। তারা বলেন, অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে বাংলাদেশ দন্ডবিধি অনুযায়ী যদি কোনো শাস্তি প্রাপ্য হয় তবে আমাদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে।