যশোরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ কেক কাটা, র‌্যালি ও দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি হেলথ ক্যাম্পসহ নানা আয়োজনে যশোরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয়, ‘কোমর ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি’।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের আয়োজনে রোববার সকালে যশোর কালেক্টর ভবনের দ্বিতীয় তলায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন আলম। এ সময় কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন তিনি। র‌্যালি যশোর কালেক্টর ভবন থেকে শুরু হয়ে প্রেসক্লাব যশোরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ গ্রহণ করেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও যবিপ্রবি শিক্ষক ডা. কাজী মো. এমরান হোসেন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান প্রমুখ।