যশোরে ইমাম বাড়ার পুকুরে বিষ প্রয়োগ, মারা গেছে ৩ লক্ষাধিক টাকার মাছ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসীন ইমাম বাড়ার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তিন লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দানবীর হাজী মোহাম্মদ মহসীন ইমাম বাড়ার কার্যকরী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ।
তিনি বলেন, পুকুরে স্থানীয়রা গোসলের পাশাপাশি ইমাম বাড়া মসজিদের মুসল্লিরা নিয়তিম ওযু করেন। বিষ প্রয়োগের পর মাছ পচে পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি জানান, রাতে ওই স্থানটিতে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান হয়। সন্ধ্যার পর থেকে স্থানীয় এক দল মাদকাসক্ত আসর বসায়। তাদের বিভিন্ন সময় নিষেধ করা হয়। কিন্তু তারা নিষেধ না শুনে ক্ষতি সাধনের চেষ্টা করে। সেই দুবৃর্ত্তরা রোববার গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে বিভিন্ন প্রজাতির তিন লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মমতাজ বেগম বলেন, রাতে প্রধান ফটকের তালাবদ্ধ থাকে। রাতে দুবৃর্ত্তরা তালা ভেঙে প্রবেশ করে। যারা সবাই নেশাখোর। এখানে তারা রাতে নেশাপান করে।