মহেশপুর সীমান্তে ভারতের মর্টারসেল নিক্ষেপ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারসেল পাওয়া গেছে। শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের একটি সীমক্ষেতে সেটি পড়ে ছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে এই মর্টারসেলটি নিক্ষেপ করলে তা বাংলাদেশের মধ্যে এসে পড়ে।
লড়াইঘাট গ্রামের বাসিন্দরা জানান, স্থানীয় বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলো এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নজরুল ইসলাম নাজু তার সীমক্ষেতে গিয়ে মর্টারসেলটি দেখতে পেয়ে মহেশপুর ৫৮ বিজিবিকে খবর দেয়। বিজিবি খবর পেয়ে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
কৃষক নাজু জানান, ১৬ আগস্ট বিকট শব্দের পাশাপাশি আলো ছড়িয়ে পড়েছিল। কিন্তু উৎস জানতে না পারায় আমরা এতোদিন গুরুত্ব দিইনি। কিন্তু শনিবার সকালে মাঠে গিয়ে মর্টারসেল দেখতে পাই।
এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টারসেল পাওয়ার পরপরই ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তিনি জানান, ঢাকা থেকে বোম ডিস্পোজাল ইউনিট এসে মর্টারসেলটি নিস্ক্রিয় করবে।