যশোরে জেলা বিএনপির তহবিলে ত্রাণসামগ্রী প্রদান অব্যাহত

0

 

স্টাফ রিপোর্টার ॥ বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষদের সাহায্যের জন্যে যশোর জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবারও জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের কাছে দলীয় নেতাকর্মীরা ত্রাণসামগ্রী প্রদান করেন।

এদিনও জেলা বিএনপির মানবিক কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যশোরের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণসামগ্রী প্রদান করেন। এছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে ক্রাণসামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা শাহিনুর হোসেন ঠান্ডু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।
এ বিষয় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, আমরা জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাজনীতি করি। সেই দায়বদ্ধতার অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাদুর্গত মানুষের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সংগ্রহ করছি। দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। আমাদের সংগৃহীত ত্রাণসামগ্রী দলের কেন্দ্রীয় তহবিলে প্রদান করা হবে। যশোর জেলা বিএনপির মানবিক কার্যক্রম সময় অব্যাহত থাকবে।