বন্যার্তদের সহায়তায় যশোরে ত্রাণ সংগ্রহে মানুষের অভূতপূর্ব সাড়া

0

স্টাফ রিপোর্টার ॥ বানভাসিদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা ইমাম পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী যশোর, উন্নত মম শির, অপটিলাক্স বিডিসহ একাধিক সংগঠন শনিবার ত্রাণ সংগ্রহ করেছে। ত্রাণ সংগ্রহ করা হয়েছে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। প্রতিটি আয়োজনেই মানুষের ব্যাপক সাড়া মিলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান জানিয়েছেন, তাদের আয়োজনে বন্যার্ত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি অব্যাহত রয়েছে। শুক্রবার যেমন সাড়া পেয়েছেন, ঠিক তেমনি শনিবারও সাড়া পেয়েছেন তারা। মানুষ স্বতস্ফূর্তভাবে টাকা, পরিধেয় কাপড়চোপড়, শুকনো খাবার নিয়ে এসে জমা দিচ্ছেন তাদের টিমের কাছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন ‘উন্নত মম শির’ এর পক্ষ থেকেও ত্রাণ সংগ্রহ অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে। এছাড়া অপটিলাক্স বিডি নামে আরেকটি সংগঠন তিন ট্রাক জিনিসপত্র জোগাড় করে দুর্গত এলাকায় গেছে বলেও জানা গেছে। মানুষ যেভাবে সহানুভূতির হাত বাড়িয়েছে সেটি অভূতপূর্ব। এভাবে সবাই এগিয়ে আসলে বন্যাদুর্গত মানুষ সাহস পাবেন বলে সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন।
শনিবার জেলা ইমাম পরিষদসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ত্রাণ চেয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করা হয়।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ৪৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে ২ টন চিড়া, ৫০০ কেজি আখের গুড় এবং ২ হাজার লিটার বিশুদ্ধ পানি প্যাকেজিং করা হয়। শুকনা খাবার প্যাকেজিং কাজে বিডি ক্লিন যশোর এবং সেক্রেড হার্ট স্কুলের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে। প্রতি প্যাকেটে ২ কেজি চিড়া, ৫০০ গ্রাম আখের গুড় এবং ২ লিটার বিশুদ্ধ পানি দেওয়া হয়। প্যাকেজিং করার সময় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।