যশোরে সম্প্রীতি পদযাত্রা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্যে সর্বসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রীতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে যশোর কালেক্টরেট চত্বও থেকে এ সম্প্রীতি পদযাত্রা বের হয়। পদযাত্রায় যশোরের সব রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার মাসুদ আলম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর শহর জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ইমাম পরিষদের নেতা হাফেজ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলনের নেতা শোয়াইব হোসেন ও মাওলানা আব্দুল হালিম, জাগপা নেতা নিজাম উদ্দীন অমিত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রীতি পদযাত্রাটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্ব স্ব সংগঠন তাদের ব্যানার ও ফেস্টুন নিয়ে পদযাত্রায় অংশ নেয়।