গণহত্যার দায়ভার নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সংহতি জানিয়ে যশোরে গণতন্ত্রকামী রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সব শ্রেণি- পেশার নাগরিকরা বিক্ষোভ করেছেন।
সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বিপুল সংখ্যক আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণতন্ত্রকামী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মৌন মিছিল বের করেন। মিছিলটি জজকোর্ট এলাকা প্রদক্ষিণ শেষে শহরের মুজিব সড়ক এলাকায় প্রেসক্লাবের সামনে গিয়ে মিলিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে আর একটা মায়ের বুক খালি হলে তা সহ্য করা হবেনা। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে যেসব ছাত্র ও নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে।
তিনি বলেন, এক ব্যক্তির দম্ভের কারণে একটা দেশ ধ্বংস হতে পারেনা। দেশে যে গণহত্যা করা হয়েছে এর দায়ভার নিয়ে অবিলম্বে এ ড্যামি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে যতোদিন ছাত্রদল আন্দোলন চলবে ততোদিন এসব ছাত্রের পাশে দেশপ্রেমিক গণতন্ত্রকামী সকল রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা থাকবে।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর ও অ্যাডভোকেট আমিনুর রহমান।
এ সময় সেখানে গণতন্ত্রকামী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।