কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ঝিনাইদহে যুবদলের মিছিল

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে ঝিনাইদহ জেলা যুবদল। মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. আসলাম, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মো. উজ্জল, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. সালেহ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মতিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ম-লীর সদস্য, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব রহমান বাপ্পি প্রমুখ। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি থেকে শুরু হয়ে কাপড়পট্টিতে গিয়ে শেষ হয়।