রমজান ফুড প্যাক বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন

0

লোকসমাজ ডেস্ক॥ পুরনো ঢাকার লক্ষীবাজার, ওয়ারী ও সূত্রাপুর এলাকায় দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ‘রমজান ফুড প্যাক’ বিতরণের মাধ্যমে ঢাকা এইড কার্য্ক্রম শুরু করেছে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’। সোমবার সকালে লক্ষীবাজারে দুঃস্থ ও অসহায় মানুষজনের বাসায় বাসায় গিয়ে এই সামগ্রি বিতরণ করেন ফাউন্ডেশনের আহবায়ক প্রয়াত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষে ইশরাক নিজস্ব অর্থায়নে যে আড়াই হাজার পরিবারকে ‘রমজান ফুড প্যাক বিতরনের ঘোষণা দিয়েছিলেন তা এই কর্মসূচির মাধ্যমে শুরু হলো। বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রি দুঃস্থ ও দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়। করোনাভাইরাস মহামারীতে ‘লকডাউন’ পরিস্থিতিতে রাজধানীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গত ২৮ এপ্রিল প্রয়াত ঢাকার মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পরিবারের নেতৃত্বে গঠিত হয় সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন।