বাঘারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩০ জন আহত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী (ঢাকা মেট্রো-ক-১৫৮৩৮৩) যমুনা লাইনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর ঈদগাহের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২৫ ৩০ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের যশোর ও নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। বাকিদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। দুর্ঘটনায় আহত যাত্রী আব্দুল গফুর জানান, বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আহত আরেক যাত্রী রহিমা বেগম জানান, কিভাবে যেন হঠাৎ করেই গাড়ি খাদের দিকে ধাবিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
বাঘারপাড়া ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের কোনো ঘটনা ঘটেনি। আহতদের যশোর ও নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।