কেশবপুর জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৩ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে কেশবপুর পৌর বিএনপির ৭নং ওয়ার্ড দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি এলাহী বক্স। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন গাজী, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর,পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ আলম মোড়ল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-আহ্বায়ক অহিদুর রহমান অন্তু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম।