ঝিকরগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করেন, যশোর-২ আসনের এমপি ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ও ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা ব্যবহারের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রশিদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান কবির, উপসহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল প্রমুখ।