চৌগাছা পৌরসভায় পানি সরবরাহ বিষয়ে দু দিনের প্রশিক্ষণ কর্মশালা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরসভায় পানি সরবরাহ অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দেশের ৩০টি পৌরসভায় পানি সরবারাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে এই কর্মশালা শুরু হয়।
পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির আলোচনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী পরিচালক জাহিদ পারভেজ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন চৌগাছা পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, পৌরসভার সহকারী প্রকৌশলী রুহুল আমিন, চৌগাছা উপজেলা জসস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফেরদৌসি খাতুন, বিএমডবলুএসএসপির রেসিডেন্ট প্রকৌশলী আজমল হোসাইন গাজী প্রমুখ।
কর্মশালায় চৌগাছা পৌরসভা ও জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। জনস্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে, টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের সহযোগিতায় এবং উন্নয়ন সহযোগী আইডিএ (বিশ্বব্যাংক) ও এআইআইবির সহযোগিতায় বুধ ও বৃহস্পতিবার এই দুই দিন কর্মশালা চলবে বলে জানান সংশ্লিষ্টরা।