মাগুরায় করোনা মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম

0

মাগুরা প্রতিনিধি॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার মাগুরা শহরের সড়কগুলোতে ব্লিচিং পাউডার ছিটানো, বিভিন্ন চায়ের দোকানে লাল ফ্লাগ লাগানো ও বাজার মনিটরিং ও পর্যবেক্ষণ করা হয়েছে। সদর উপজেলা, পৌরসভা ও সেনাবাহিনী যৌথভাবে এটি পরিচালনা করে। পৌরসভা শহরে জীবাণুমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাইকিং, ব্লিচিং মিশ্রিত পানি ছিটানোর পাশাপাশি শহরের মোড়ে মোড়ে সাবান ও পানির ব্যবস্থা করেছে। এ সময় মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার প্রতিটি চায়ের দোকানে লাল ফ্লাগ টানিয়ে দেয়ার ব্যবস্থা করেন। তাদের এ কাজে সহযোগিতা করছেন সেনাবাহিনী, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শহরের চৌরঙ্গী মোড়ে বক্তব্য রাখেন মেজর মো. রাজু হাসান, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল ও পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল।