ঝিকরগাছার পদ্মপুকুরে মহিলাদের মালিকানাধীন দোকান উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘ-উই প্রকল্পের আওতায় মহিলাদের নিজস্ব মালিকানাধীন সদাইপাতির দোকান উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের র্অথায়নে, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদশে ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের বাস্তবায়নে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামে সদাইপাতির দোকান উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহরুফা আকবার শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যুবউন্নয়ন অফিসার আরব আলী। বক্তব্য রাখেন, উলাসী সৃজনী সংঘের রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিদ আনছিুজ্জামান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি, ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, জেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি সেলিনা বেগম, উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন প্রমুখ।