পাইকগাছায় আবাসনের ১০টি ঘর ভস্মীভূত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার লতার পুটিমারী আবাসনের ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে স্থানীয়রা জানায়।
ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান, লতা ইউনিয়নের শামুকপোতা বাজারের পাশে পুটিমারী আবাসন অবস্থিত। সেখানে সন্ধ্যা রানী মন্ডল, রনজিত মন্ডল, ভবতোষ মন্ডল, সোমারেশ মন্ডল, মৃত কওছারর শেখ, নরেশ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, পরিমল মন্ডল, অমল মন্ডল, প্রহল্লাদ মন্ডলরা বসবাস করে। আগুনে দাউ দাউ করে ঘরগুলো পুড়তে থাকলে স্থানীয়ভাবে ও পাশের ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। তার মধ্যে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।