নওয়াপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়ায় পাঁচ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলার আকিজ দরবার হলে আকিজ গ্রুপের আকিজ একাডেমিক ভিলেজের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মননা ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়েছে।
আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ও আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মাহমুদুন নবীর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।
আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল তালাত শামসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম, আকিজ গ্রুপের সাউথ জোনের জিএম আবু জাফর, নর্থ জোনের জিএম সানোয়ার হোসেন, চেয়ারম্যানের বন্ধু মোস্তাক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল আরাফাত হোসেন তাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ, সদস্য জাকির হোসেন হৃদয়, রাজয় রাব্বি প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র হাফেজ আল ফাত্তাহ।