ঝিকরগাছায় সকলের প্রিয় ভয়েস বশিরের ইন্তিকাল

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় সকলের প্রিয় বশির ভয়েসের স্বত্বাধিকারী বশির আহম্মেদ (৬০) শুক্রবার ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঝিকরগাছার গন্ডি পেরিয়ে যশোরসহ দেশে যে কোন ধরনের মাইকিং যেমন, নির্বাচনী প্রচার-প্রচারণা, হারানো ও শোক সংবাদ, স্কুল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি, হরেকরকম পণ্যের প্রচার মাইকিংয়ে বশির আহমেদের কণ্ঠ ছিল সকলের পরিচিত। ভিন্নধারার চমকপ্রদ এসব প্রচার রেকর্ডিং-এর জন্য তিনি ছিলেন অন্যান্যের তুলনায় ব্যতিক্রম।