মনিরামপুরের প্রিয়ন্তী উপস্থিত বক্তৃতায় শ্রেষ্ঠ

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত একই সাথে অনুষ্ঠিত ২০২৩ ও ২০২৪ সালের জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বালিকা খ বিভাগে উপস্থিত বক্তৃতায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মনিরামপুরের ফারহা শাহিন প্রিয়ন্তী। বুধবার ঢাকার আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে একই সাথে অনুষ্ঠিত ২০২৩ ও ২০২৪ সালের প্রতিযোগিতা শেষে বিজয়ী ফারহা শাহিন প্রিয়ন্তীর হাতে প্রধান অতিথি হিসেবে চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এমপি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার।
প্রিয়ন্তী মনিরামপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মিলি সুলতানার মেয়ে এবং মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী।